নড়াইল প্রতিনিধি: নড়াইলে অস্ত্র মামলায় জাকির তালুকদার (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
জাকির তালুকদার ওরফে লিয়াকত হোসেন জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র্যাব-৬ এর একটি দল।
এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ ছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগারে জমা দেয়ার জন্য বলা হয়েছে।