ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাসানচরে রোহিঙ্গা দালাল আটক ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে তিন রোহিঙ্গা দালালকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচরের ৪৮ নম্বর ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- ৪৮ নম্বর ক্লাস্টারের মৃত হোসেন আহমদের ছেলে গুরামিয়া ওরফে তাহের মাঝি (৩৯), মো. রেদোয়ান (১৮) ও আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২১)।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ নম্বর ক্লাস্টারে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের নাম ভাসানচরের শীর্ষ দালালের তালিকায় রয়েছে। তাদেরকে ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভাসানচরে রোহিঙ্গা দালাল আটক ৩

আপডেট সময় ০৬:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে তিন রোহিঙ্গা দালালকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচরের ৪৮ নম্বর ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- ৪৮ নম্বর ক্লাস্টারের মৃত হোসেন আহমদের ছেলে গুরামিয়া ওরফে তাহের মাঝি (৩৯), মো. রেদোয়ান (১৮) ও আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২১)।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ নম্বর ক্লাস্টারে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের নাম ভাসানচরের শীর্ষ দালালের তালিকায় রয়েছে। তাদেরকে ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।