বিনোদন ডেক্স : প্রমোদতরীতে মাদক কাণ্ডে আরো তিনজনকে আজ বুধবার গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। এই নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হলো।
ধৃতদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে, ২৩ বছর বয়সী আরিয়ান খান। এ দিকে, আজ মুম্বই পুলিশ জানিয়েছে, প্রমোদতরীতে পার্টি করার জন্য তাদের কাছ থেকে কেউ প্রয়োজনীয় অনুমতি নেয়নি। মহামারির সময়ে এই পার্টিতে কোভিড-বিধি ভঙ্গ হয়েছে কি না, তার তদন্ত করতে আজ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে মুম্বই পুলিশ।
এই পুলিশ কর্মকর্তার মতে, ‘অনুমতি ছাড়া পার্টির আয়োজন করে অতিমারি আইনের ১৮৮ নম্বর ধারা ভাঙা হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করছি আমরা।’ মহারাষ্ট্রে এখন ১৪৪ ধারা জারি থাকায় সাধারণভাবে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। আইনের ফাঁক গলে তাই জন্যই প্রমোদতরীটিকে গোয়াতে নিয়ে গিয়ে পার্টি করা হচ্ছিল কি না, ওই প্রশ্নই তুলেছে মুম্বাই পুলিশ।
আরিয়ানদের জিজ্ঞাসাবাদ করেই এনসিবি গোয়েন্দারা শ্রেয়স নায়ার নামে ২৩ বছর বয়সী এক মাদক পাচারকারীর সন্ধান পেয়েছিলেন। গত কাল মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে আজ মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শ্রেয়সসহ চার জনকে আদালতে তোলা হলে তাদের ১১ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক নারলেকর। এদের বিরুদ্ধে মাদক তৈরি, সাথে রাখা ও কেনাবেচার অভিযোগ আনা হয়েছে।
কাল শাহরুখ খানদের পাশে দাঁড়িয়ে কংগ্রেস এমপি শশী তারুর টুইট করেছিলেন, ‘একটি ২৩ বছরের ছেলের সাথে যে আচরণ করছে সংবাদমাধ্যম, তা সমর্থনযোগ্য নয়।’
মঙ্গলবার বিজ্ঞাপন বিশেষজ্ঞ প্রহ্লাদ কক্করও বলেন, ‘আরিয়ান খান প্রাপ্তবয়স্ক। যদি তিনি মাদক সেবন করে থাকেন, সেটার তদন্ত হবে। সংবাদমাধ্যম নিজেদের টিআরপি বাড়াতে এই মামলায় বারবার শাহরুখ খানের নাম জড়াচ্ছে।’
আরিয়ানকে যে দিন গ্রেফতার করা হয়, সে দিনই রাতে শাহরুখদের বাড়ি গিয়েছিলেন সালমান খান। সূত্রের খবর, শাহরুখ-গৌরীকে ফোন করেছেন দীপিকা পাড়ুকোন ও অনুষ্কা শর্মা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা