ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে দুর্ঘটনায় শ্রমিক নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা গ্রুপের প্লাই বোর্ড কোম্পানি লিমিটেডের ভেতরে ড্রাম কাটার সময় বিস্ফোরণে রাকিব (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জহুরুল ইসলাম জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা গ্রুপের প্লাই বোর্ড কোম্পানির ড্রাম কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাকিব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায়। বর্তমানে মুন্সিগঞ্জের গজারিয়ায় ওই ফ্যাক্টরিতেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএস আই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস

মুন্সিগঞ্জে দুর্ঘটনায় শ্রমিক নিহত

আপডেট সময় ০৪:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা গ্রুপের প্লাই বোর্ড কোম্পানি লিমিটেডের ভেতরে ড্রাম কাটার সময় বিস্ফোরণে রাকিব (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জহুরুল ইসলাম জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা গ্রুপের প্লাই বোর্ড কোম্পানির ড্রাম কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাকিব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায়। বর্তমানে মুন্সিগঞ্জের গজারিয়ায় ওই ফ্যাক্টরিতেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএস আই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।