হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাকন দাশ নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কাকন দাশের মা, বাবা, বোনসহ ৩ জন আহত হয়েছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার চালক পালিয়ে গেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, মৌলভীবাজারে বসবাসকারী বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের বাসিন্দা মতি লাল লাশ মানসা পূজা করার জন্য সকালে একটি প্রাইভেট যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।
পথিমধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী হাওরের পানিতে প্রাইভেটকারটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মতি লাল দাশের কন্যা কলেজ ছাত্রী কাকন দাশ (২২) নিহত হন।
পরে স্থানীয় লোকজন মতিলাল লাশ তার স্ত্রী কাবেরী দাশ ও কন্যা বিন্দা দাশকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, ঘটনারস্থলে কলেজ ছাত্রী নিহত হয়েছে। আর তার পরিবারের সদস্যদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।