ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

স্বর্ণালঙ্কারসহ ছিনতাইকারী গ্রেফতার ৩

যাত্রাবাড়ি প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতাররা হলেন- মো. আসিফ (২০), মো. রিফাত (২৩) ও মো. মাসুম (৩০)।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাতে র‌্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি স্বর্ণের চেইনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা, দুটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা বেশ কয়েকদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনিয়ে পালিয়ে যেতে হতো। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

স্বর্ণালঙ্কারসহ ছিনতাইকারী গ্রেফতার ৩

আপডেট সময় ০৫:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

যাত্রাবাড়ি প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতাররা হলেন- মো. আসিফ (২০), মো. রিফাত (২৩) ও মো. মাসুম (৩০)।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাতে র‌্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি স্বর্ণের চেইনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা, দুটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা বেশ কয়েকদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনিয়ে পালিয়ে যেতে হতো। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।