কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ দুই ডাকাতকে প্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি এসবিবিএল এবং ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, টেকনাফের বিভিন্ন এলাকায় ফরিদুল আলম ডাকাত গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় খুন, অপহরণ, অস্ত্র, মাদক, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত। বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে অপহৃতের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় ছিল তাদের নিয়মিত ঘটনা।
র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদুল আলম গ্রুপের সদস্যরা কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গিখালী পাহাড়ের জুম্মাপাড়া এলাকায় একত্রিত হয়ে বিভিন্ন অপকর্মের পরিকল্পনা করছে।
ওই সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ওই জায়গায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পাহাড়ের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে হেলাল উদ্দিন ও মো. ইসমাইলকে গ্রেপ্তার করে র্যাব।
এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।ঘটনাস্থল হতে ১টি এসবিবিএল এবং ৪টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।