কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৮১ হাজার টাকাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী দাখিল মাদ্রসা ও এতিমখানার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন- ঝামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫’র ব্লক-ডি-৯’র নুর উদ্দিনের ছেলে আসমত উল্লাহ (২৯), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২’র ব্লক-ডি-৪’র মোহাম্মদ বাদু প্রকাশ ইউসুফ এর ছেলে মোহাম্মদ রফিক (২৩), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-৫৩’র মোহাম্মদ কাশিম (৪৩)।
এ ছাড়া পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমেরছড়া বাসিন্দা শাহ আলমের ছেলে মিজানুর রহমান (২০) নামের এক ব্যক্তিকেও আটক করা হয়।
জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানার সামনে মাদক কারবারিরা অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। আটক ব্যক্তিদের দেহে ও ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ২ লাখ ৮১ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। রোববার সকালে আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।