নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে খেলতে গিয়ে লেকের পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ৫৪ নম্বর ক্লাস্টারের বি ৯-১০ নম্বর কক্ষের দলিলুর রহমানের ছেলে মো. আনিসুর রহমান আনাস (৬), মো. জামাল হোসেন (৯) ও একই ক্লাস্টারের বি ১১-১২ নম্বর কক্ষের আবদুর সবুরের ছেলে মো. হাফসা (৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের দুই ছেলে আনাস ও জামাল এবং আবদুর সবুরের দুই ছেলে হাফসা ও জুনায়েদ একসঙ্গে খেলতে বাইরে যায়।
পরে বেলা ১১টার দিকে আনাস, জামাল ও হাফসা চেয়ারম্যান দীঘির লেকের পানিতে পড়ে গেলে জুনায়েদ (৬) দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের জানায়।
ওসি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে পানিতে পড়া তিন শিশুকে লেক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।