মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে এসে হেরোইন সহ খলিল নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করার পর আনোয়ার হোসেন নামে এক ডিবি পুলিশকে হাতুড়ি এবং লোহার রড দিয়ে মারপিট করে আসামীর স্বজনরা।
এ সময় মাদক ব্যাবসায়ী খলিলকে হ্যান্ডকাপ পড়াবস্থায় পালিয়ে যেতে সহযোগিতা করে তার স্বজনরা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে বুধবার বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটে। নওগাঁর ডিবি পুলিশের এস আই মহসীন রেজার নেতৃত্ব এ এস আই সোহেল রানা,কনস্টেবল আনোয়ার, শিপন এবং মাসুদ রানা সিভিল ড্রেসে (লুঙ্গি পড়ে) এসে মাদক ব্যাবসায়ী খলিলের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী পারুল বিবি (৪০) এবং খলিলের প্রতিবেশী ন্যাড়াডাং গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে লাদু (৪৮) কে আটক করেন।
এ সময় অভিযানে অংশ নেওয়া ডিবি কর্মকর্তাদের উপর লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আসামীর স্বজনরা।
এক পর্যায়ে আসামী বড় বেলালদহ গ্রামের মৃত আব্দুল কোটালের ছেলে মাদক ব্যাবসায়ী খলিল হ্যান্ডকাপ পড়াবস্থায় পালিয়ে যায় বলে জানান ডিবি পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যাবসায়ীকে অতি দ্রুত আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।