বিনোদন ডেক্সঃ রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলার সূত্রে অভিনেত্রী শার্লিন চোপড়াকে টানা আট ঘণ্টা জেরা করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শার্লিন চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি পুলিশকে সব রকম সহযোগিতা করেছেন, তাঁকে যা যা প্রশ্ন করা হয়েছে, তাঁর জবাব দিয়েছেন।
এ প্রসঙ্গে শার্লিন বলেন, ‘কর্মকর্তারা আমাকে প্রশ্ন করেছেন যে রাজ কুন্দ্রা ও তাঁর অন্যান্য কোম্পানির সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল।’
এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘আমি কর্মকর্তাদের এ–ও বলেছি যে তাঁদের আরও কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। কারণ, আমি পর্নোগ্রাফি র্যাকেটে নিপীড়িত নারী আর অভিনয়শিল্পীদের জন্য ন্যায়বিচার চাই।’ বলিউডের এই আবেদনময়ী নায়িকা বলেছেন, ‘আমি ক্রাইম ব্রাঞ্চকে সময় ও দিন ধরে সব তথ্য জানিয়েছি। হোয়াটসঅ্যাপ মেসেজে দিন ও সময় উল্লেখ থাকে। হোয়াটসঅ্যাপ চ্যাট, চুক্তিপত্র, মহারাষ্ট্র সাইবার সেলে দেওয়া আমার জবানবন্দির নথিপত্র—আমি তাদের সব দেখিয়েছি। আমি এ বছর এপ্রিল মাসে জুহু থানায় রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম। আর এই ব্যাপারে আমি সম্পূর্ণ তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছি।’
রাজ কুন্দ্রার পক্ষে দাঁড়ানোয় বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের তীব্র সমালোচনা করেছেন শার্লিন, ‘রাখি সাওয়ান্তের মতো মানুষ জনসমক্ষে এসে বলছে, রাজ এ রকম, শিল্পা সে রকম। ওদের জয়জয়কার করছে। সম্পূর্ণ বিষয় না জেনে এ রকম মন্তব্য করা ঠিক নয়।’
শার্লিন স্পষ্টভাবে জানিয়েছেন কারও বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। তিনি শুধু পর্নোগ্রাফি র্যাকেটের সত্যতা সবার সামনে তুলে ধরতে চান। শার্লিন আবেদন করেছেন যে এই পর্নোগ্রাফি র্যাকেটের বিষয়ে কারও কোনো কিছু জানা থাকলে সে যেন প্রকাশ্যে আনে।
গত ১৯ জুলাই পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ। রাজের বর্তমান ঠিকানা আর্থার রোড জেল। ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’–এর চার কর্মচারী এই মামলার সাক্ষী হয়েছেন। ম্যাজিস্ট্রেটের সামনে এই চারজনের জবানবন্দি নিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। আদালতের সামনে এই জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে চলেছে।