ক্রীড়া ডেস্ক : আসছে ডিসেম্বরে স্যামুয়েল তাকয়ির বয়স পা দেবে ২১-এ। তার মানে শেষ বার যখন তার দেশ ঘানা জিতেছে কোনো অলিম্পিক পদক, সেবার জন্মই হয়নি তার। সেই তাকয়ির হাত ধরেই শেষ হয়েছে আফ্রিকান দেশটির ২৯ বছরের পদক-আক্ষেপ।
সবশেষ ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে পদক গিয়েছিল ঘানায়, সেবার পুরুষ ফুটবলের ব্রোঞ্জ ফাইনালে জিতেছিল দেশটি। এরপর চলে গেছে আরও ছয়টি অলিম্পিক। কিন্তু পদক আর আসেনি আফ্রিকান দেশটিতে।
সে অপেক্ষার ইতি টানলেন তাকয়ি। ফেদারওয়েটের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডেভিড সেগুরাকে ৩-২ পয়েন্টে হারিয়ে অন্তত একটা ব্রোঞ্জের নিশ্চয়তা পেয়ে যান এই বক্সার।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুক রাগানের কাছে সেমিফাইনালে ৪-১ সেট পয়েন্টে হারেন তিনি। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদক পাবেন দুই বিজিত।
আর তাতেই গড়া হয়ে গেছে ইতিহাস। চলতি শতাব্দীতে প্রথম আর সব মিলিয়ে ২৯ বছর পর পর কোনো অলিম্পিক পদক যাচ্ছে ঘানার ঘানায়।