স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় এসিআই মটরস এর সহযোগিতায় বন্ধু দিবস উপলক্ষে “ইয়ামাহা রাইডার্স ক্লাব” এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১ আগস্ট রবিবার বিকেলে নওগাঁ শহরের বেশ কিছু জায়গায় সুবিধা বঞ্চিত, দরিদ্র-অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হক মটরস নওগাঁ এর কর্ণধার মোঃ মোতাহার হোসেন এবং “ইয়ামাহা রাইডার্স ক্লাব” নওগাঁর সদস্যরা। বন্ধু দিবস উপলক্ষে সারাদেশে একযোগে প্রতিটি জেলায় “ইয়ামাহা রাইডার্স ক্লাব” উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম চিনি প্রদান করে “ইয়ামাহা রাইডার্স ক্লাব” এর সদস্যরা।
এ সময় “হক মটরস্ নওগাঁ” এর পরিচালক মোঃ মোতাহার হোসেন বলেন, সরকারের ঘোষিত বিধি-নিষেধে অসহায় ও সুবিধাবঞ্চিত অনেক পরিবার কর্মহীন হয়ে পরে। যার ফলে তাদের জীবন যাত্রা দুর্বিষহ হয়ে পরেছে। আর এ সকল অসহায় মানুষের পাশে দ্বারাতে আমাদের এই প্রচেষ্টা।
তিনি আরও বলেন, খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ শহরে ৩০টি পরিবারের মাঝে “ইয়ামাহা রাইডার্স ক্লাব” নওগাঁর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
“ইয়ামাহা রাইডার্স ক্লাব” এর সদস্যরা বিভিন্ন সময়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা মূলক কাজ করে যাচ্ছে।