ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে আসছে সাব্বির নাসিরের ‘আধা’

বিনোদন ডেক্স : ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী সাব্বির নাসির। তার নতুন  গানের শিরোনাম ‘আধা’ । গানের কথা ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।

গানটির কথার সঙ্গে মিল রেখে একটি নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জল।  যদিও কণ্ঠশিল্পী এবং নির্মাতা ভিডিওটিকে শুধু ভিডিও না তারা এটাকে মিউজিক্যাল ফিল্ম বলে মন্তব্য করছেন।

যে ভিডিওটিতে মডেল হিসেবে শিল্পীকে দেখা যাবে। তার সঙ্গে আরও দেখা যাবে নীল হুরের জাহান নামের এক মডেলকে। গানটি প্রসঙ্গে গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘ গানটির লেখা ও সুর বিশালের। আগেও তার লেখা ও আমার গাওয়া দুটো গান শ্রোতাপ্রিয় হয়েছে।

বেশ কিছুদিন ধরেই তিনি কাদম্বরী দেবীকে নিয়ে কিছু একটা ভাবছিলেন। তাঁর সঙ্গে আড্ডা দিতে দিতে হামিংয়ে সুরটুকু শুনলাম। আমিও তার সঙ্গে গাইতে চেষ্টা করলাম। প্রথমবার শুনেই বিশালের পছন্দ হয়ে গেল। গানটি আশা করি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

এই গানটির মাধ্যমে প্রথমবার মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির নির্মাতা মাসুদ হাসান উজ্জল। সাব্বির নাসির জানালেন, ‘ অনেক আগে থেকেই আমার আর উজ্জলের বন্ধুত্ব। আমরা একত্রে জ্যামিং করি, আড্ডা দিই। আমাদের ভাবনার জগতেরও অনেক মিল। একদিন সাজিদের স্টুডিওতে একসঙ্গে গিয়ে গানটি শুনেই ভালো লেগে যায় উজ্জ্বলের। ব্যাস এরপর এটা নিয়ে কাজ।’

ঈদ উপলক্ষে গানটি ১৮ জুলাই প্রকাশ পাবে বলে জানিয়েছেন সাব্বির নাসির।

ট্যাগস

ঈদে আসছে সাব্বির নাসিরের ‘আধা’

আপডেট সময় ০৫:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

বিনোদন ডেক্স : ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী সাব্বির নাসির। তার নতুন  গানের শিরোনাম ‘আধা’ । গানের কথা ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।

গানটির কথার সঙ্গে মিল রেখে একটি নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জল।  যদিও কণ্ঠশিল্পী এবং নির্মাতা ভিডিওটিকে শুধু ভিডিও না তারা এটাকে মিউজিক্যাল ফিল্ম বলে মন্তব্য করছেন।

যে ভিডিওটিতে মডেল হিসেবে শিল্পীকে দেখা যাবে। তার সঙ্গে আরও দেখা যাবে নীল হুরের জাহান নামের এক মডেলকে। গানটি প্রসঙ্গে গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘ গানটির লেখা ও সুর বিশালের। আগেও তার লেখা ও আমার গাওয়া দুটো গান শ্রোতাপ্রিয় হয়েছে।

বেশ কিছুদিন ধরেই তিনি কাদম্বরী দেবীকে নিয়ে কিছু একটা ভাবছিলেন। তাঁর সঙ্গে আড্ডা দিতে দিতে হামিংয়ে সুরটুকু শুনলাম। আমিও তার সঙ্গে গাইতে চেষ্টা করলাম। প্রথমবার শুনেই বিশালের পছন্দ হয়ে গেল। গানটি আশা করি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

এই গানটির মাধ্যমে প্রথমবার মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির নির্মাতা মাসুদ হাসান উজ্জল। সাব্বির নাসির জানালেন, ‘ অনেক আগে থেকেই আমার আর উজ্জলের বন্ধুত্ব। আমরা একত্রে জ্যামিং করি, আড্ডা দিই। আমাদের ভাবনার জগতেরও অনেক মিল। একদিন সাজিদের স্টুডিওতে একসঙ্গে গিয়ে গানটি শুনেই ভালো লেগে যায় উজ্জ্বলের। ব্যাস এরপর এটা নিয়ে কাজ।’

ঈদ উপলক্ষে গানটি ১৮ জুলাই প্রকাশ পাবে বলে জানিয়েছেন সাব্বির নাসির।