এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহাদত হোসেন। তিনি বলেন, এই চারজনের কাছ থেকে ডিবি লেখা নকল জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি একনলা বন্ধুক, এক জোড়া হ্যান্ডকাপ ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
ডিবি বলছে, সংঘবদ্ধ আন্তনগর ডাকাত দলের এই চার সদস্য দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে ডাকাতি করে আসছিল। ঈদুল আজহা উপলক্ষে হাটে আসা গরুর ব্যবসায়ী ও ক্রেতাদের মালামাল লুট করার পরিকল্পনা করেছিল।
এই ডাকাত দলটি তাঁদের অন্যান্য সহযোগীদের নিয়ে রাজধানী ও আশপাশের জেলায় সক্রিয় ছিল। তাঁরা ডিবি পুলিশের জ্যাকেট পরে অস্ত্রের মুখে মানুষদের গাড়িতে তুলে সব ছিনিয়ে নিত। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুসরণ করত। আসামিদের বিরুদ্ধে ডিএমপিসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা আছে।