ক্রীড়া ডেক্সঃ ইউরোপের মানুষের মুখে আবার হাসি ফেরানোর উপলক্ষ্য হয়ে শুক্রবার শুরু হয়েছে মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার সব সংশয় কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় কোপা আমেরিকা।
আজ ব্রাজিলে শুরু হচ্ছে লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরো ঘিরে গোটা ইউরোপে যেমন উৎসবের আবহ, কোপা নিয়ে এবার সেই উন্মাদনা নেই দক্ষিণ আমেরিকায়।
উদ্বোধনী ম্যাচে লড়বে ব্রাজিল ও ভেনেজুয়েলা। আর্জেন্টিনার ম্যাচ এর ২৪ ঘণ্টা পর। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ১৪ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
তবে এর আগেই ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার প্রথম ম্যাচের একাদশ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, প্রথম ম্যাচে নিজেদের সবশেষ ম্যাচের একাদশই নামাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অর্থাৎ কয়েকদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে নামানো একদশ নিয়েই
কোপা আমেরিকায় নামবে আলবিসেলেস্তেরা।
ওই ম্যাচ দুটির ফলাফল ড্র হয়েছিল। তবে ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি ফিট না থাকায় একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মুন্ডোর প্রতিবেদন বলছে, দলের মূল গোলরক্ষক ফ্রাংকো আরমানি করোনা থেকে সেরে উঠলেও তাকে আপাতত নামানো হচ্ছে না। আগের ম্যাচের গোলরক্ষক নিয়েই মাঠে নামবেন মেসি।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশঃ
লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, মার্টিনেজ কোয়ারতা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গনজালেজ।