ক্রীড়া ডেক্স :চোটের কবলে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার (১০ জুন) থেকে এজবাস্টনে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত কেন উইলিয়ামসন।
গতকাল মঙ্গলবার (৮ জুন) কিউয়িদের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, উইলিয়ামসনের চোট পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেহেতু আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই স্বভাবতই অধিনায়কের চোট কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে শিবিরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন কনুইয়ে চোট পেয়েছিলেন কিউয়ি অধিনায়ক। অবস্থা এমন যে কোহলিদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশ্রামও দেওয়া হতে পারে উইলিয়ামসনকে। এদিকে, রুটদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কিউয়ি শিবির থেকে ছিটকে গেলেন বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার মিচেল স্যান্টনার। প্রথম টেস্ট চলাকালীন তিনিও চোট পান বাঁ-হাতের তর্জনীতে। কিউয়িদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দ্বিতীয় টেস্ট শুরু আগে এই বিষয়গুলি সম্পর্কে আপডেট দেওয়া হয়।
কোচ গ্যারি স্টিড আরও জানিয়েছেন যে, লর্ডসে প্রথম টেস্টে ফাস্ট বোলাররা খেলেছিলেন তাদের সকলকে এজবাস্টনে খেলানো হবে না। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় টেস্টে দলে ফেরা নিশ্চিত ট্রেন্ট বোল্টের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখেই টিম সাউদি, নিল ওয়্যাগনার, কাইল জেমিসন এবং কলিন ডি গ্র্যান্ডহোমের মধ্যে একাধিক ফাস্ট বোলারকে বাইরে রেখে এজবাস্টনে নামবে নিউজিল্যান্ড। তবে সবকিছুর মাঝেই চর্চার কেন্দ্রে উইলিয়ামসনের চোট। যা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে শঙ্কা বাড়াচ্ছে কিউয়ি শিবিরে।
প্রথম টেস্টে ব্যাট হাতে খুব একটা সুবিধেও করে উঠতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক। প্রথম ইনিংসে ১৩ এবং দ্বিতীয় ইনিংসে ১ রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। অভিষেকে ডাবল সেঞ্চুরি করে প্রচারের আলো কেড়েছিলেন ওপেনার ডেভন কনওয়ে।
উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট অমিমাংসিত থাকায় এজবাস্টনে দ্বিতীয় টেস্ট নির্ণায়ক। যারা জিতবে তারাই সিরিজ জিতে নেবে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মনোবল বাড়িয়ে নিতে এই টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কিউয়িদের কাছে। আগামী ১৮-২২ জুন সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।