স্টাফ রিপোর্টারঃ বছর ঘুরে আবার এসেছে ২৫শে বৈশাখ। বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ।
১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। আট বছর বয়সে কবিতা রচনা করে নিজের উপস্থিতি জানান দেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে ভানুসিংহ ছদ্মনামে তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর শিল্পের বিভিন্ন স্থানে তিনি বিচরণ করেছেন নির্বিঘ্নে।
কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিকার, সুরকার, নাট্যকার, নির্দেশক কিংবা চিত্রকর যেকোন উপাধিতে ভূষিত করা যায় রবি ঠাকুরকে। এছাড়া পৃথিবীতে তিনিই একমাত্র কবি যার রচিত গান একাধিক স্বাধীন দেশের জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়।
গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরষ্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি বর্জনও করেন অবলীলায়।
১৯৪১ সালের ৭ আগস্ট বাংলা ২২ শ্রাবণ তার মহাপ্রয়াণ ঘটে। তিনি না থাকলেও তার নিজ হাতে গড়া রবীন্দ্রভারতী ও শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তারই বিপুল কর্মকাণ্ডের দ্যুতি ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে।