আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫জন নেতা কর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলা প্রত্যাহারের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সভা করেছে ছাত্রদলের নেতা কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে আমিন পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে কুড়িগ্রাম সদর উপজেলা, পৌর শাখা ছাত্রদল, সরকারী কলেজ ও মজিদা কলেজ শাখা ছাত্রদল এ বিক্ষোভ মিছিল ও সভা করে।
পরে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন, যুগ্ম সম্পাদক আবু সাইদ শিথিল সহ কুড়িগ্রাম সদর উপজেলা, পৌর শাখা ছাত্রদল, সরকারী কলেজ ও মজিদা কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মামলাবাজরা যতই মামলা করবে, আন্দোলন ততই জোড়দার হবে। সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তারা।