ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে বাগান থেকে হাত-পা বাধা মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে গাছের সাথে হাত-পা বাধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগানে বিবস্ত্র একটি মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহটি একটি দেবদারু গাছের সাথে বাধা ছিল। লাশের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেয়া এবং ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাধা ছিল।

অভয়নগর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্তের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।’

ট্যাগস

যশোরে বাগান থেকে হাত-পা বাধা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে গাছের সাথে হাত-পা বাধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগানে বিবস্ত্র একটি মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহটি একটি দেবদারু গাছের সাথে বাধা ছিল। লাশের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেয়া এবং ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাধা ছিল।

অভয়নগর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্তের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।’