ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় মসজিদের দেয়াল ঘেঁষে পড়ে ছিল ছয় বছর বয়সী অজ্ঞাত এক মেয়ে শিশুর লাশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার সময় উপজেলার পাড়াটঙ্গী শান্তির মোড় রহিমাতুল জান্নাত মসজিদের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শান্তির মোড় রহিমাতুল জান্নাত মসজিদের দেয়ালের পাশে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল লাশটি।
স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটি একটি হত্যাকাণ্ড। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে শিশুর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।