ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নজরুল হক চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে ফারুক হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৪।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে কথা কাটাকাটির জেরে বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে ফারুক হোসেন।
মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গত ২০ ফেব্রুয়ারি সকালে নজরুল ইসলাম চাঁন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন ছেলে ফারুক হোসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম মারা যান।
এ ঘটনার পরদিন ২১ ফেব্রুয়ারি নিহতের অপর ছেলে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার ফারুক হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।