নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শহরের আরশীনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ রেললাইনের ডান পাশ থেকে প্রথমে একটি রক্তাক্ত কাটা হাত ও এর সাত কিলোমিটার দূরে রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহ আলম জানান, সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
সকাল ৭টার দিকে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়েন। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ওই ব্যক্তির একটি হাত ট্রেনের চাকার সঙ্গে আটকে প্রায় সাত কিলোমিটার দূরে আরশীনগর রেলক্রসিং এলাকায় গিয়ে পড়ে। তবে ধারণা করা হচ্ছে, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ প্রথমে নিহতের কাটা হাত ও পরে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।