ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অপরাধে দুইজনের মৃত্যুদন্ড

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সরদার কান্দি গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী লিজা আক্তারকে ধর্ষণের পর হত্যার অপরাধে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

চাঞ্চল্যকর এ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলো- মো. ফরিদ শেখ ও মো. জাকির শেখ। বুধবার (৩ ফেব্রুয়ারি) শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাদের জেলা কারাগারে নেওয়া হয়।

উল্লেখ্য, সখিপুর থানার সরদার কান্দি গ্রামের বাসিন্দা লেহাজ উদ্দিন শেখের মেয়ে লিজা আক্তার (১১) সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ১৫ জুলাই বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় লিজা।

নিখোঁজের আট দিন পর ২২ জুলাই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি পাটক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় প্রতিবেশী ফরিদ শেখ ও জাকির শেখকে আসামি করা হয়।

অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৭ সালের ১৫ জুলাই দুপুরে সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাইসাইকেল চালাচ্ছিল লিজা, তখন তার প্রতিবেশী ফরিদ ও জাকির তাকে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণের করে। পরে ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তারা লিজাকে শ্বাসরোধে হত্যা করে।

মামলা হওয়ার পর ওই বছরের ২৩ জুলাই ফরিদ ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

২০১৮ সালের ১৬ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ৪ জুন অভিযোগ গঠন করেন আদালত। এরপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। বুধবার এ মামলার রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ফিরোজ আহম্মেদ বলেন, মামলার রায়টি দ্রুত হওয়ায় মেয়েটির পরিবার ও আমরা সন্তুষ্ট, এ বিচারের মাধ্যমে ধর্ষক, খুনিদের দৌরাত্ম কমে যাবে বলে আশা করছি।

ট্যাগস

শরীয়তপুরে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অপরাধে দুইজনের মৃত্যুদন্ড

আপডেট সময় ০৬:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সরদার কান্দি গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী লিজা আক্তারকে ধর্ষণের পর হত্যার অপরাধে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

চাঞ্চল্যকর এ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলো- মো. ফরিদ শেখ ও মো. জাকির শেখ। বুধবার (৩ ফেব্রুয়ারি) শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাদের জেলা কারাগারে নেওয়া হয়।

উল্লেখ্য, সখিপুর থানার সরদার কান্দি গ্রামের বাসিন্দা লেহাজ উদ্দিন শেখের মেয়ে লিজা আক্তার (১১) সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ১৫ জুলাই বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় লিজা।

নিখোঁজের আট দিন পর ২২ জুলাই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি পাটক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় প্রতিবেশী ফরিদ শেখ ও জাকির শেখকে আসামি করা হয়।

অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৭ সালের ১৫ জুলাই দুপুরে সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাইসাইকেল চালাচ্ছিল লিজা, তখন তার প্রতিবেশী ফরিদ ও জাকির তাকে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণের করে। পরে ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তারা লিজাকে শ্বাসরোধে হত্যা করে।

মামলা হওয়ার পর ওই বছরের ২৩ জুলাই ফরিদ ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

২০১৮ সালের ১৬ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ৪ জুন অভিযোগ গঠন করেন আদালত। এরপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। বুধবার এ মামলার রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ফিরোজ আহম্মেদ বলেন, মামলার রায়টি দ্রুত হওয়ায় মেয়েটির পরিবার ও আমরা সন্তুষ্ট, এ বিচারের মাধ্যমে ধর্ষক, খুনিদের দৌরাত্ম কমে যাবে বলে আশা করছি।