স্টাফ রিপোর্টারঃ কড়া নিরাপত্তা বলয়ে নওগাঁ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন চলেছে । নওগাঁ পৌড়সভায় ব্যালট পেপারের এর সাহায্যে ৪১ কেন্দ্রের ৩৩২ টি বুথে, ১১৬২৪০ জন ভোটার ভোট প্রদান করবেন।
নওগাঁ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ (৩০ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এ পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ২৩৯ জন ও নারী ভোটার ৫৯ হাজার ১ জন।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। নওগাঁ সদর উপজেলার প্রান কেন্দ্রে ছোট যমুনা নদীর তীরে অবস্থিত। পৌরসভার আয়তন ৩৮.৩৬ বর্গ কিলোমিটার। নওগাঁ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, নওগাঁ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার পরিস্থিতি মোকাবেলায় ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে আমরা প্রস্তুৎআছি।
এবারের নওগাঁ পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।