ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল পুলিশের

গাজীপুর প্রতিনিধি: মহানগরীর টঙ্গীতে জাকির হোসেন নামে পুলিশের এক সোর্স খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহত জাকির হোসেন (৫০) বরগুনা জেলার পাগড় গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুলহাস জানান, মঙ্গলবার দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে দুর্বৃত্তরা জাকিরকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. মাসুদ রানা তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ রানা জানান, জাকিরের ডান ও বাম উরুতে রগ কাটা, শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জাকিরের স্ত্রী লাইলী বেগম জানান, দুপুর ৩টার দিকে একটি ফোন আসে আমার ফোনে। আমাকে জানায় আমার স্বামীর লাশ হাসপাতালে আছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত জাকির ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

গাজীপুরে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল পুলিশের

আপডেট সময় ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

গাজীপুর প্রতিনিধি: মহানগরীর টঙ্গীতে জাকির হোসেন নামে পুলিশের এক সোর্স খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহত জাকির হোসেন (৫০) বরগুনা জেলার পাগড় গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুলহাস জানান, মঙ্গলবার দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে দুর্বৃত্তরা জাকিরকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. মাসুদ রানা তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ রানা জানান, জাকিরের ডান ও বাম উরুতে রগ কাটা, শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জাকিরের স্ত্রী লাইলী বেগম জানান, দুপুর ৩টার দিকে একটি ফোন আসে আমার ফোনে। আমাকে জানায় আমার স্বামীর লাশ হাসপাতালে আছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত জাকির ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।