কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ভাষাসৈনিক আলী তাহের মজুমদার আর নেই। ১০৬ বছর বয়সে শনিবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার সদর দক্ষিণের চাঁনপুরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই বিপ্লবী বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
আলী তাহের মজুমদার তার সংগ্রামী জীবনে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ১৯১৭ সালে ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম চারু মজুমদার ও মা সাবানী বিবি। মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম
সেরোয়ার জানান, বার্ধ্যক্যজনিত কারণে শনিবার সকালে আলী তাহের মজুমদার মৃত্যুবরণ করেন। আজ শনিবার বাদ আসর বিকাল ৫টায় জানাজা শেষে চাঁনপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।