ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

মাদারীপুরে অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুই জন নিহত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) ও ওই গ্রামের জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

স্থানীয়রা জানায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকা যাচ্ছিলেন খাদিজা বেগমের পরিবার। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম এবং মেহেদী হাসান মারা যায়। এছাড়া আহতদের পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার  জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মাদারীপুরে অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুই জন নিহত

আপডেট সময় ০৩:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) ও ওই গ্রামের জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

স্থানীয়রা জানায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকা যাচ্ছিলেন খাদিজা বেগমের পরিবার। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম এবং মেহেদী হাসান মারা যায়। এছাড়া আহতদের পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার  জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।