ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগ ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ আয়োজনে সোমবার দুপুর ১২টায় ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সরকারী জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আব্দুল মান্নান, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ বিদ্যুৎ সরকার, ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিলুর রহমান ভুটান, সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজি এস শাহাদাত হোসেন, সাবেক এজি এস মতিয়ুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান মানিক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রনি তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরিফ শেখ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রলীগনেতা মিল্টন হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি অপু চন্দ্র ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হায়দার তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কবির হোসেন জাহিদ, পৌরছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল খান, ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন, হৃদয় হাসান প্রমুখ।
উপমহাদেশের সবচেয়ে প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে আজ ৭৩ বছরে পদার্পণ করল।