ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় রেজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিহত রেজিয়া বেগম কিশোরগঞ্জ জেলার কটিয়াদির গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ নিহতের চার স্বজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করেছে।

আটকরা হলো- বৃদ্ধা রেজিয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, মেয়ে ফারিয়া আক্তার ও ছেলে আলামিন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, মেয়ে নাজমার সঙ্গে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার ভাড়া বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা রেজিয়া।

ভোরে ওই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওই বৃদ্ধার মেয়ে, মেয়ের স্বামী ও দুই নাতি-নাতনিকে আটক করেছি।    লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নারায়ণগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় রেজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিহত রেজিয়া বেগম কিশোরগঞ্জ জেলার কটিয়াদির গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ নিহতের চার স্বজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করেছে।

আটকরা হলো- বৃদ্ধা রেজিয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, মেয়ে ফারিয়া আক্তার ও ছেলে আলামিন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, মেয়ে নাজমার সঙ্গে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার ভাড়া বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা রেজিয়া।

ভোরে ওই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওই বৃদ্ধার মেয়ে, মেয়ের স্বামী ও দুই নাতি-নাতনিকে আটক করেছি।    লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।