নিহত মিলন দক্ষিণ জামসিং মহল্লার ফজলুল হকের ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রী। নিহত মিলনের বাবা ফজলুল হক বলেন, গত কয়েকদিন ধরে বাড়ির পাশে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরে বাঁশ দিয়ে বেড়া তৈরি কাজ করছিল পুকুরের মালিক ইমন ও মিলন।
বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মিলন বাসা থেকে বের হয়ে সেই পুকুরে কাজ করতে যায়। পরবর্তীতে পুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় মিলনের নিথর দেহ পড়ে তাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। তবে মিলনের সঙ্গে থাকা ইমনকে পাওয়া যাচ্ছে না।
সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বলেন, ঘটনাস্থলে দেখলাম মিলনের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। স্থানীয়দের কাছে বিষয়টি জানার চেষ্টা করছি।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।