ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও।

৭ ডিসেম্বর থেকে এসব স্কুল খুলবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যেই রোববার একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ। মারা গেছেন ১২শর বেশি।

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গেল কিছুদিন ধরে প্রতিদিনই গড়ে শনাক্ত হচ্ছেন প্রায় দুই লাখ। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ। মারা গেছেন ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। কোভিড প্রবণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউইয়র্ক।

তবে এর মধ্যেই আগামী ৭ ডিসেম্বর থেকে নিউইয়র্কের প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিও। রোববার নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এজন্যই এমন সিদ্ধান্ত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।

নিউইয়র্কে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ। মারা গেছেন অন্তত ৩৫ হাজার।

সূত্রঃ সময় টিভি

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল

আপডেট সময় ১০:২৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও।

৭ ডিসেম্বর থেকে এসব স্কুল খুলবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যেই রোববার একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ। মারা গেছেন ১২শর বেশি।

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গেল কিছুদিন ধরে প্রতিদিনই গড়ে শনাক্ত হচ্ছেন প্রায় দুই লাখ। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ। মারা গেছেন ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। কোভিড প্রবণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউইয়র্ক।

তবে এর মধ্যেই আগামী ৭ ডিসেম্বর থেকে নিউইয়র্কের প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিও। রোববার নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এজন্যই এমন সিদ্ধান্ত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।

নিউইয়র্কে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ। মারা গেছেন অন্তত ৩৫ হাজার।

সূত্রঃ সময় টিভি