কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও কমিটির বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার অধ্যক্ষ মো: জায়েদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক খন্দকার বাচ্চু, ইংরেজি প্রভাষক মহিবুল ইসলামসহ অন্যান্যরা। এছাড়া প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাদ্রাসার অধ্যক্ষ অভিযোগ করে বলেন, নিয়ম নীতি মেনেই মাদ্রাসা পরিচালিত হয়ে আসলেও একটি কুচক্রীমহল দীর্ঘদিন ধরে নিজেদের স্বার্থ হাসিলের জন্য মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়ম বহির্ভুত ভাবে কমিটি গঠন ও নিয়োগ বানিজ্যের মিথ্যা তথ্য প্রচার করে আসছে। অথচ বিগত ৩ বছরে অত্র প্রতিষ্ঠানে গর্ভনিং বডি কর্তৃক কোন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়া হয়নি।
তাদের প্রচারিত অভিযোগ সম্পুর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।