ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিকিনি লুকে মিমির চমক, অন্তর্জালে তোলপাড়!

পর্দায় চুমু খেতে যার আপত্তি সেই মিমি চক্রবর্তী এবার পরলেন বিকিনি। দিগন্ত বিস্তৃত নীল পানি আর হাঁটু পানিতে দাঁড়িয়ে নীল বিকিনিতে অভিনেত্রী। হালকা ভেজা চুলে সমুদ্র থেকে উঠে আসছেন তিনি।

বুধবার সকালে অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার।

সেখানেই এমন লুকে দেখা গেছে নায়িকাকে। সকাল থেকে সমাজমাধ্যম জুড়ে যেন শুধু এই একটাই ছবি। কেউ লিখেছেন, “আগুন।” কারও আবার মন্তব্য, “চোখ ফেরানো যাচ্ছে না।
পুজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। ছবিটিতে মিমিকে দেখা যাবে পুলিশের চরিত্রে কিন্তু সেখানে যে তাকে বিকিনি লুকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেননি।
ছবির শুটিং করতে ব্যাঙ্ককে উড়ে গিয়েছিল গোটা টিম। সে ঝলকও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়।

শোনা গেছে, ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। মিমি এবারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। ঘটেছিল অঘটনও। শুটিং করতে গিয়ে পা কেটে আহতও হয়েছিলেন তিনি।

ট্যাগস

বিকিনি লুকে মিমির চমক, অন্তর্জালে তোলপাড়!

আপডেট সময় ০৪:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

পর্দায় চুমু খেতে যার আপত্তি সেই মিমি চক্রবর্তী এবার পরলেন বিকিনি। দিগন্ত বিস্তৃত নীল পানি আর হাঁটু পানিতে দাঁড়িয়ে নীল বিকিনিতে অভিনেত্রী। হালকা ভেজা চুলে সমুদ্র থেকে উঠে আসছেন তিনি।

বুধবার সকালে অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার।

সেখানেই এমন লুকে দেখা গেছে নায়িকাকে। সকাল থেকে সমাজমাধ্যম জুড়ে যেন শুধু এই একটাই ছবি। কেউ লিখেছেন, “আগুন।” কারও আবার মন্তব্য, “চোখ ফেরানো যাচ্ছে না।
পুজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। ছবিটিতে মিমিকে দেখা যাবে পুলিশের চরিত্রে কিন্তু সেখানে যে তাকে বিকিনি লুকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেননি।
ছবির শুটিং করতে ব্যাঙ্ককে উড়ে গিয়েছিল গোটা টিম। সে ঝলকও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়।

শোনা গেছে, ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। মিমি এবারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। ঘটেছিল অঘটনও। শুটিং করতে গিয়ে পা কেটে আহতও হয়েছিলেন তিনি।