ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজা গণহত্যায় যারা নীরব সবাই এর সঙ্গে জড়িত: এরদোগান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে চলমান গণহত্যা নিয়ে যারা নীরব থাকে, তারা ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধে সহঅপরাধী—এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।এই মেলাটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি ও রপ্তানিযোগ্য সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত।

এরদোয়ান তার ভাষণে বলেন, গাজায় যে গণহত্যা চলছে, তা বিশ্বের কাছে অস্বীকার করা যাবে না। যারা এ বিষয়ে মুখে কুলুপ আঁটে, তারা এই হত্যাকাণ্ডের পরোক্ষ অংশীদার। মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের জন্য গাজার শিশুদের দুর্দশা শুধুই দূরবর্তী কোনো ছবি নয়, বরং তাদের কষ্ট আমাদের কষ্ট। তাদের প্রতি সহানুভূতি জানানো এবং সহায়তা পৌঁছে দেওয়া সকলের মানবিক কর্তব্য।

এরদোয়ান তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে সমৃদ্ধ করার প্রসঙ্গে বলেন, আইডিইএফ ২০২৫ শুধুমাত্র একটি মেলা নয়, এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তি ও সামরিক সক্ষমতার প্রকাশ। এটি একটি জাতির নিজস্ব শক্তির ওপর দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উঠে আসার চিত্র।

তিনি বলেন, “আজকের দিনে তুরস্ক তার নিজস্ব প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে বিশ্বে শক্ত অবস্থানে রয়েছে। আমরা নিজেরাই তৈরি করছি উন্নত প্রযুক্তি, যেগুলো আমাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এরদোয়ান এও জানান যে, গাজায় দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই তার দেশের অন্যতম অগ্রাধিকার।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়ে বলেন, এই অন্ধকার সময়ে আমরা প্রত্যেককে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। নিরীহ মানুষদের রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা দিলেন এমন এক সময়ে, যখন গাজার মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং আন্তর্জাতিক নিন্দা আরও জোরালো হচ্ছে।

ট্যাগস

গাজা গণহত্যায় যারা নীরব সবাই এর সঙ্গে জড়িত: এরদোগান

আপডেট সময় ১২:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে চলমান গণহত্যা নিয়ে যারা নীরব থাকে, তারা ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধে সহঅপরাধী—এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।এই মেলাটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি ও রপ্তানিযোগ্য সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত।

এরদোয়ান তার ভাষণে বলেন, গাজায় যে গণহত্যা চলছে, তা বিশ্বের কাছে অস্বীকার করা যাবে না। যারা এ বিষয়ে মুখে কুলুপ আঁটে, তারা এই হত্যাকাণ্ডের পরোক্ষ অংশীদার। মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের জন্য গাজার শিশুদের দুর্দশা শুধুই দূরবর্তী কোনো ছবি নয়, বরং তাদের কষ্ট আমাদের কষ্ট। তাদের প্রতি সহানুভূতি জানানো এবং সহায়তা পৌঁছে দেওয়া সকলের মানবিক কর্তব্য।

এরদোয়ান তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে সমৃদ্ধ করার প্রসঙ্গে বলেন, আইডিইএফ ২০২৫ শুধুমাত্র একটি মেলা নয়, এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তি ও সামরিক সক্ষমতার প্রকাশ। এটি একটি জাতির নিজস্ব শক্তির ওপর দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উঠে আসার চিত্র।

তিনি বলেন, “আজকের দিনে তুরস্ক তার নিজস্ব প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে বিশ্বে শক্ত অবস্থানে রয়েছে। আমরা নিজেরাই তৈরি করছি উন্নত প্রযুক্তি, যেগুলো আমাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এরদোয়ান এও জানান যে, গাজায় দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই তার দেশের অন্যতম অগ্রাধিকার।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়ে বলেন, এই অন্ধকার সময়ে আমরা প্রত্যেককে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। নিরীহ মানুষদের রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা দিলেন এমন এক সময়ে, যখন গাজার মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং আন্তর্জাতিক নিন্দা আরও জোরালো হচ্ছে।