ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

পুঁজিবাজারে কমেছে বিদেশিদের লেনদেন

তিন মাস ইতিবাচক ধারায় লেনদেনের পর হঠাৎ অক্টোবর মাসে বিদেশি ও প্রবাসীদের অংশগ্রহণ কমে প্রায় অর্ধেক নেমে এসেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, অক্টোবর মাসে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে মাত্র ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। এর আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৯৭১ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন কমিশনের নেতৃত্বে ‘পুঁজিবাজার ভালো থাকবে’—এই প্রত্যাশায় নতুন করে বিদেশিরা বাজারে আসতে শুরু করেন, কিন্তু বড় মূলধনী ভালো কম্পানির শেয়ারের দাম বৃদ্ধির চেয়ে ছোট ছোট কম্পানির শেয়ারের দাম বাড়ায় এখন তাঁরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

তাঁরা বলছেন, দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো নিষ্ক্রিয়। আর বিদেশি বিনিয়োগকারীদের অবদান মাত্র ৩ শতাংশ। সুতরাং এই পুঁজিবাজার চলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণে। ফলে বিদেশিরা পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে চলে গেলেও বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭ হাজার ৩৯ কোটি ৭৮ লাখ ছয় হাজার টাকা। এর মধ্যে বিদেশিদের লেনদেনের পরিমাণ ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ অক্টোবর মাসে পুঁজিবাজারে বিদেশিদের অবদান মাত্র ৩.০১ শতাংশ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘দ্বিতীয় দফা করোনার শঙ্কায় বিদেশিরা নতুন বিনিয়োগ করছেন না। তবে এটি বেশি সময় থাকবে না। আমার আশা, হয়তো এক মাস পর আবার তাঁরা পুঁজিবাজারে অংশগ্রহণ করবেন।’

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

পুঁজিবাজারে কমেছে বিদেশিদের লেনদেন

আপডেট সময় ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

তিন মাস ইতিবাচক ধারায় লেনদেনের পর হঠাৎ অক্টোবর মাসে বিদেশি ও প্রবাসীদের অংশগ্রহণ কমে প্রায় অর্ধেক নেমে এসেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, অক্টোবর মাসে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে মাত্র ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। এর আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৯৭১ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন কমিশনের নেতৃত্বে ‘পুঁজিবাজার ভালো থাকবে’—এই প্রত্যাশায় নতুন করে বিদেশিরা বাজারে আসতে শুরু করেন, কিন্তু বড় মূলধনী ভালো কম্পানির শেয়ারের দাম বৃদ্ধির চেয়ে ছোট ছোট কম্পানির শেয়ারের দাম বাড়ায় এখন তাঁরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

তাঁরা বলছেন, দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো নিষ্ক্রিয়। আর বিদেশি বিনিয়োগকারীদের অবদান মাত্র ৩ শতাংশ। সুতরাং এই পুঁজিবাজার চলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণে। ফলে বিদেশিরা পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে চলে গেলেও বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭ হাজার ৩৯ কোটি ৭৮ লাখ ছয় হাজার টাকা। এর মধ্যে বিদেশিদের লেনদেনের পরিমাণ ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ অক্টোবর মাসে পুঁজিবাজারে বিদেশিদের অবদান মাত্র ৩.০১ শতাংশ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘দ্বিতীয় দফা করোনার শঙ্কায় বিদেশিরা নতুন বিনিয়োগ করছেন না। তবে এটি বেশি সময় থাকবে না। আমার আশা, হয়তো এক মাস পর আবার তাঁরা পুঁজিবাজারে অংশগ্রহণ করবেন।’