ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ধানক্ষেত থেকে কৃষককের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিকুল হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত পিকুল ওই গ্রামের সাখাওয়াতের ছেলে। চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, রোববার সকালে পিকুল ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তারা বাড়ির পাশের ধানক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

ট্যাগস

যশোরে ধানক্ষেত থেকে কৃষককের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিকুল হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত পিকুল ওই গ্রামের সাখাওয়াতের ছেলে। চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, রোববার সকালে পিকুল ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তারা বাড়ির পাশের ধানক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।