ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় গোয়াল ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খগেন্দ্রনাথ (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের রুয়েরপাড়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খগেন্দ্রনাথ একই এলাকার মৃত ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে। স্থানীয়রা জানায়, সম্প্রতি খগেন্দ্রনাথের স্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খগেন্দ্রনাথ স্ত্রীকে আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও পরে ফিরে আসেন। তার ফিরে আসা এলাকার অনেকেই দেখেছে।

কিন্তু হঠাৎ শনিবার সকালে খগেন্দ্রনাথের বাড়ির গোয়াল ঘর থেকে দুর্গন্ধ বের হলে তার ছেলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির দৈনিক অধিকারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খগেন্দ্রনাথ অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বগুড়ায় গোয়াল ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খগেন্দ্রনাথ (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের রুয়েরপাড়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খগেন্দ্রনাথ একই এলাকার মৃত ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে। স্থানীয়রা জানায়, সম্প্রতি খগেন্দ্রনাথের স্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খগেন্দ্রনাথ স্ত্রীকে আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও পরে ফিরে আসেন। তার ফিরে আসা এলাকার অনেকেই দেখেছে।

কিন্তু হঠাৎ শনিবার সকালে খগেন্দ্রনাথের বাড়ির গোয়াল ঘর থেকে দুর্গন্ধ বের হলে তার ছেলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির দৈনিক অধিকারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খগেন্দ্রনাথ অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।