পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূর আমিন (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহিন নামে আরেকজন।
তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের বালুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নূর আমিন উপজেলার ভজনপুর ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পাথর ও বালুর ব্যবসা করতেন নূর আমিন। রাতে ব্যবসায়িক কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।
পথে বালুবাড়ী এলাকায় এলে অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন শাহিন নামে আরেকজন। তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।