ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মহাদেবপুরে আত্রাই নদীতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোজ

ডুবে যাওয়া যুবক মিল্লাত

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  ডুবুরি না থাকায় ১১ ঘন্টা পর উদ্ধার অভিযান, এখনো নিখোঁজ যুবক  নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে ডুবে যাওয়া যুবক মো. মিল্লাতকে (১৮) উদ্ধার করতে পারেনি রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র ডুবুরি দল।
উদ্ধার করতে না পেরে সোমবার বেলা ১১টায় তারা ফিরে গেছে। ওই যুবকের পরিবারসহ এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মিল্লাত উপজেলার বুজরকান্তপুর পূর্বপাড়া গ্রামের আবুল কালাম এর ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেল ৪টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদী পার হচ্ছিল মিল্লাত।
সাঁতার কেটে নদী পাড়াপারের সময় তিনি তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।
তাকে (মিল্লাত) খুঁজে না পাওয়ায় মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দিলে প্রায় ১১ ঘন্টা পর সোমবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করে।
তিন ঘন্টাব্যাপী আত্রাই নদীর পাটকাটি এলাকা থেকে মধুবন পর্যন্ত অভিযান চালিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। ফলে বেলা ১১টায় অভিযান সমাপ্ত করা হয়। খবর পাওয়ার প্রায় ১১ ঘন্টা পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ নিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা। মহাদেবপুর ও নওগাঁ ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকার অজুহাত দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বুজরকান্তপুর গ্রামের বাসিন্দা এফআই সবুজ বলেন, মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দেওয়ার প্রায় ১১ ঘন্টা পর্যন্ত উদ্ধার অভিযানে সরকারি কোন সহায়তা পাওয়া যায়নি।
অথচ নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয় কয়েক শত মানুষ এক করে দিয়েছে আত্রাই নদীর এক‚ল-ওক‚ল। তিনি বলেন, মিল্লাতের পরনে ছিলো জিন্স প্যান্ট ও হলুদ রঙের টি-সার্ট। তিনি শ্যমলা বর্ণের; উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রোস্তম আলী বলেন, মহাদেবপুর ও নওগাঁ ফায়ার সার্ভিসে ডুবুরি নেই।
রোববার রাত সাড়ে ৯টার দিকে খবর পেলে ডুবুরি পেতে রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। রাতে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব না হওয়ায় পরদিন সকালে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
ট্যাগস

মহাদেবপুরে আত্রাই নদীতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোজ

আপডেট সময় ০৮:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
স্টাফ রিপোর্টার, নওগাঁ:  ডুবুরি না থাকায় ১১ ঘন্টা পর উদ্ধার অভিযান, এখনো নিখোঁজ যুবক  নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে ডুবে যাওয়া যুবক মো. মিল্লাতকে (১৮) উদ্ধার করতে পারেনি রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র ডুবুরি দল।
উদ্ধার করতে না পেরে সোমবার বেলা ১১টায় তারা ফিরে গেছে। ওই যুবকের পরিবারসহ এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মিল্লাত উপজেলার বুজরকান্তপুর পূর্বপাড়া গ্রামের আবুল কালাম এর ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেল ৪টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদী পার হচ্ছিল মিল্লাত।
সাঁতার কেটে নদী পাড়াপারের সময় তিনি তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।
তাকে (মিল্লাত) খুঁজে না পাওয়ায় মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দিলে প্রায় ১১ ঘন্টা পর সোমবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করে।
তিন ঘন্টাব্যাপী আত্রাই নদীর পাটকাটি এলাকা থেকে মধুবন পর্যন্ত অভিযান চালিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। ফলে বেলা ১১টায় অভিযান সমাপ্ত করা হয়। খবর পাওয়ার প্রায় ১১ ঘন্টা পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ নিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা। মহাদেবপুর ও নওগাঁ ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকার অজুহাত দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বুজরকান্তপুর গ্রামের বাসিন্দা এফআই সবুজ বলেন, মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দেওয়ার প্রায় ১১ ঘন্টা পর্যন্ত উদ্ধার অভিযানে সরকারি কোন সহায়তা পাওয়া যায়নি।
অথচ নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয় কয়েক শত মানুষ এক করে দিয়েছে আত্রাই নদীর এক‚ল-ওক‚ল। তিনি বলেন, মিল্লাতের পরনে ছিলো জিন্স প্যান্ট ও হলুদ রঙের টি-সার্ট। তিনি শ্যমলা বর্ণের; উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রোস্তম আলী বলেন, মহাদেবপুর ও নওগাঁ ফায়ার সার্ভিসে ডুবুরি নেই।
রোববার রাত সাড়ে ৯টার দিকে খবর পেলে ডুবুরি পেতে রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। রাতে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব না হওয়ায় পরদিন সকালে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।