ক্রীড়া ডেস্কঃ মৌসুম শুরুর আগে চরম দুঃসংবাদ পেল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। দলটির তারকা দুই দুই মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পেরেদেস প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া আক্রান্ত হওয়ার আতঙ্কে আছেন দলটির আরও তিন তারকা নেইমার জুনিয়র, কেইলর নাভাস ও আন্দ্রে হেরেরা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে খেলোয়াড়দের বিশ্রাম দিতে ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচ কিছুদিন পর শুরু করার অনুরোধ করে ক্লাব কর্তৃপক্ষ।
ছুটি মঞ্জুর হওয়ায় ছুটি কাঁটাতে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন দলটির খেলোয়াড়রা। স্প্যানিশ দ্বীপ ইবিজিয়ায় গিয়েছিলেন মারিয়া, পেরেদেস। সেখান থেকে ফিরে আসার পর করোনা টেস্টে পজিটিভ আসে ডি মারিয়া ও পেরেদেসের।
এর আগে সোমবার পিএসজি নিশ্চিত করে, তাদের দুজন ফুটবলারের করোনায় আক্রান্ত হয়েছে। শুরুতে তারা নাম প্রকাশ করেনি।
তবে বেশিক্ষণ আর বিষয়টি তারা চেপে রাখতে পারেনি। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে ডি মারিয়া ও পেরেদেসই আক্রান্ত হয়েছে এ ভাইরাসে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ইবিজিয়ায় ডি মারিয়া ও পেরেদেস ছাড়াও নেইমার, নাভাস ও হেরেরা অবকাশযাপনে গিয়েছিলেন। ফলে তারাও আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
করোনায় আক্রান্ত হলেও ডি মারিয়া ও পেরেদেসের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। দুজনেই সুস্থ আছেন এবং বর্তমানে আইসোলেশনে আছেন।