ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াশে কৃষকের মরদেহ উদ্ধার

নিহতের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে একটি ফাঁকা বাড়ি থেকে হেলাল উদ্দিন (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. মাহববুল আলম।নিহত হেলাল উদ্দিন আড়ংগাইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও এলাকাবাসী জানান, নিহত ব্যক্তি একই ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জসিম-

উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন। বৃহস্পতিবার পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে।

পরে শুক্রবার সকালে ক্ষীরসিন গ্রামের শ্বশানের দক্ষিণ পাশে মোতাহারে পরিত্যক্ত বাড়িতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

তাড়াশে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে একটি ফাঁকা বাড়ি থেকে হেলাল উদ্দিন (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. মাহববুল আলম।নিহত হেলাল উদ্দিন আড়ংগাইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও এলাকাবাসী জানান, নিহত ব্যক্তি একই ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জসিম-

উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন। বৃহস্পতিবার পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে।

পরে শুক্রবার সকালে ক্ষীরসিন গ্রামের শ্বশানের দক্ষিণ পাশে মোতাহারে পরিত্যক্ত বাড়িতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।