ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে তিন ভাই-বোন লাশ

নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জ, প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরমাস্তুল চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের-

আবুডাঙ্গা গ্রামের হনুফা বেগম (৩৭) তার বোন রোকসানা বেগম (৩০) ও ছোট ভাই রিয়াজুল ইসলাম (২৫)। তারা সবাই বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, চরমাস্তুল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে হনুফা বেগম তার বোন রোকসানা বেগম ও ছোট ভাই রিয়াজুলের মৃত্যু হয়।

তবে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হককে জীবিত উদ্ধার করা হয়। এ সময় নিখোঁজ হন হনুফার মেয়ে মিথিলা ও রোকসানার ছেলে শান্ত।

নৌকার মাঝি ছিলেন মনির হোসেন। তিনি হনুফার বোনের ছেলে। ঈদ উপলক্ষে মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ট্যাগস

ঈদে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে তিন ভাই-বোন লাশ

আপডেট সময় ০৬:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০

মানিকগঞ্জ, প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরমাস্তুল চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের-

আবুডাঙ্গা গ্রামের হনুফা বেগম (৩৭) তার বোন রোকসানা বেগম (৩০) ও ছোট ভাই রিয়াজুল ইসলাম (২৫)। তারা সবাই বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, চরমাস্তুল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে হনুফা বেগম তার বোন রোকসানা বেগম ও ছোট ভাই রিয়াজুলের মৃত্যু হয়।

তবে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হককে জীবিত উদ্ধার করা হয়। এ সময় নিখোঁজ হন হনুফার মেয়ে মিথিলা ও রোকসানার ছেলে শান্ত।

নৌকার মাঝি ছিলেন মনির হোসেন। তিনি হনুফার বোনের ছেলে। ঈদ উপলক্ষে মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।