চাঁদপুর প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নামে অপপ্রচার চালানোয় চাঁদপুরে কলেজ ও মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
এর আগে রোববার (১৯ জুলাই) বিকেলে ফরক্কাবাদ কলেজের একটি কক্ষ থেকে কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আইসিটি-
শিক্ষক নোমান সিদ্দিকী ও ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবিএম আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের-
নামে অপপ্রচার চালানোয় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান আইসিটি আইনে থানায় মামলা করেন।
ওই মামলায় আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে অভিযান চালিয়ে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে ওই তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও এ বিষয়ে থানায় একটি জিডিও রয়েছে। ভুয়া ফেক আইডি ব্যবহার করে এসব শিক্ষকরা নানা অপ্রপ্রচারে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।
ওসি আরো জানান, অভিযোগ রয়েছে ওই চক্রটি শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন জনের বিরুদ্ধে ফেসবুকে ফেক আইডি খুলে নানা অপপ্রচার চালিয়ে আসছে।