ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিনদী থেকে রানা মিয়া (৩২) নামে এক পাদুকা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত রবিবার রাত নয়টায় সময় উপজেলার মানিকদী গ্রামের কালিনদী থেকে তার মরদেহ করা হয়। সে শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
আজ (১৪ জুলাই)মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানাযায়, গত রবিবার নিহত রানা মিয়া প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ও তাকে পাওয়া যায়নি। সোমবার বিকালে তার মরদেহ মানিকদীর কালীনদীতে ভাসতে দেখা দিলে পুলিশ এসে রাতে মরদেহ উদ্ধার করে। সে পাদুকার ম্যাটেরিয়াল ব্যবসায়ী ছিল।
ভৈরব থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র সেন জানায়, সোমবার বিকালে নিহতের মরদেহ ভৈরবের মানিকদী কালিনদীতে ভাসতে-
দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দিলে রাতে ভৈরব নৌ-থানা ও বেঙ্গল থানা যৌথভাবে নিহতের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে বলে জানায় পুলিশ।