ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করলো কম্প্যাশন ইন্টারন্যাশনাল

স্টাফ রিপোর্টার নওগাঁ:  বাংলাদেশের কোভিড-১৯ প্রতিক্রিয়া প্রচেষ্টায় সহায়তার অংশ হিসেবে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল (মহাদেবপুর)  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  অফিসারের কাছে গুণগত মান সম্পন্ন প্রয়োজনীয় ‘ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম’ (পিপিই) হস্তান্তর করেছে ।

 

  মহাদেপুর উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণ্য মান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোববার  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা: মুহাম্মদ আমিনুল ইসলাম   , ‘উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প’  দুলাললপাড়া সিডিএসপি ০২২৩ এর প্রকল্প ব্যবস্থাপক জনাব মিঃ জেভিয়ার বিশ্বাস, গাহলী সিডিএসপি বিডি০২৫১ এর প্রকল্প ব্যবস্থাপক জনাব মি. আন্দ্রিয়াস হেমরম (এন্ড্রু), রোদইল সিডিএসপি বিডি ০২৪৮ এর প্রকল্প ব্যবস্থাপক মি. বিবেক দাস এবং মাদিশহর সিডিএসপি বিডি০২১১ এর প্রকল্প ব্যবস্থাপক এর কাছ থেকে পিপিই গ্রহণ করেন।

এই পিপিই বিতরণ অনুষ্ঠানটি  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স  প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া চ্যাম্পিয়নরা আজ রাতে দেশে ফিরছেন

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করলো কম্প্যাশন ইন্টারন্যাশনাল

আপডেট সময় ০৫:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁ:  বাংলাদেশের কোভিড-১৯ প্রতিক্রিয়া প্রচেষ্টায় সহায়তার অংশ হিসেবে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল (মহাদেবপুর)  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  অফিসারের কাছে গুণগত মান সম্পন্ন প্রয়োজনীয় ‘ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম’ (পিপিই) হস্তান্তর করেছে ।

 

  মহাদেপুর উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণ্য মান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোববার  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা: মুহাম্মদ আমিনুল ইসলাম   , ‘উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প’  দুলাললপাড়া সিডিএসপি ০২২৩ এর প্রকল্প ব্যবস্থাপক জনাব মিঃ জেভিয়ার বিশ্বাস, গাহলী সিডিএসপি বিডি০২৫১ এর প্রকল্প ব্যবস্থাপক জনাব মি. আন্দ্রিয়াস হেমরম (এন্ড্রু), রোদইল সিডিএসপি বিডি ০২৪৮ এর প্রকল্প ব্যবস্থাপক মি. বিবেক দাস এবং মাদিশহর সিডিএসপি বিডি০২১১ এর প্রকল্প ব্যবস্থাপক এর কাছ থেকে পিপিই গ্রহণ করেন।

এই পিপিই বিতরণ অনুষ্ঠানটি  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স  প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।