স্টাফ রিপোর্টার ,নওগাঁঃ যিনি নমুনা দেবেন তাকে এবং তার পরিবারকে লকডাউন করা হবে বলে জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মো. হারুন অর রশীদ।
জেলায় তিন দিনব্যাপী ‘অনলাইন ডিজিটাল মেলা-২০২০’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সে সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনলাইন ডিজিটাল মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।
ডিসি হারুন অর রশীদ বলেন, নমুন সংগ্রহের পর রিপোর্ট আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। নমুনা দেয়ার পর ওই ব্যক্তি বিভিন্ন জনের সঙ্গে মিশছেন।
যেহেতু রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে এতে করে অন্যরাও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। তাই নমুনা দেয়ার পর ওই ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে হবে। রিপোর্ট আসার পর তার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।
তিনি বলেন, প্রথম দিকে মানুষ করোনা বিষয়ে তেমন সচেতন ছিল না। এখন কিছুটা হলেও বুঝতে শিখেছে।
নিয়মিত হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করছে তারা। এছাড়া কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে সামাজিক দূরত্বের ব্যাপারে গুরুত্ব বাড়ানো হবে।
ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা এনএসআইয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম প্রমুখ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। এছাড়া কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে আরও চারজনকে।
এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ৪১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন।