স্টাফ রিপোর্টার,নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে খাজুর ইউপি উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদ সম্মেলনে বিদ্যালয় পরিচালনা কমিটির ১ নং অভিভাবক সদস্য প্রবীণ-
আওয়ামীলীগ নেতা খাজুর ইউনিয়নের দক্ষিণ উড়া গ্রামের মৃত দশতুল মোল্লার ছেলে বাহার আলী মোল্লা লিখিত বক্তব্যে বলেন, তিনি বিদ্যালয়ের ১ নং অভিভাবক সদস্য হলেও বিগত ছয় মাস থেকে কোন সভার আমন্ত্রণ পত্র পাননি।
অত্র বিদ্যালয়ে এরপূর্বেও অদক্ষ একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও গোপনে পুনরায় বিদ্যালয়ের কারিগরি শাখায় আবারো একজন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল উদ্দিন ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাসের যোগসাজশে ১৪ লক্ষ টাকা গ্রহণ করে এবং স্বজনপ্রীতি দেখিয়ে এ নিয়োগ দেওয়া হচ্ছে বলে লিখিত বক্তব্যে বলেন।
যাকে নিয়োগ দেওয়া হবে সে সভাপতির আত্বীয়। এর আগেও অদক্ষ শিক্ষক নিয়োগের কারণে বিদ্যালয়ের ফলাফল দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
এবারও এর প্রভাব ছাত্র-ছাত্রীদের উপর পড়বে। তারা দ্রুত এ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।
এ ব্যাপারে খাজুর ইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১ নং সদস্য কোন সভায় আসেন না।
এছাড়া কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কবে এর শেষ দিন ছিল তা তিনি বলতে রাজি হননি। তবে ১৪ জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেছেন বলেও জানান তিনি ।