গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ডাকাতির মালামালসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি) ।
সোমবার(৮ জুন) গাজীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার(৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, বাবুল মাল(৪৬) শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার চরমহিষকান্দি এলাকার প্রয়াত আব্দুল মালেকের ছেলে। মুনসুর ফকির (২৬)জামালপুরের ইসলামপুর থানার কাছিয়ারা এলাকার হানিফ ফকিরের ছেলে।
মো. শফিকুল(৪৮) জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চরকালিয়াপুর এলাকার আ. সালামের ছেলে। আকরাম(২৮) জামালপুরের বকসীগঞ্জের কুলুপাড়া এলাকার শাহ আলীর ছেলে।
হৃদয় ওরফে হাবিল(২৫) একই উপজেলার মাধুপাড়া বটতলা এলাকার প্রয়াত ময়নাল হক মন্ডলের ছেলে। মো. নাজমুল(৩০) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পানিঘাটা উত্তরপাড়া এলাকার রফিক চৌধুরীর ছেলে।
মজিবুর রহমান ওরফে ল্যাংটা(৪৫) গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকার প্রয়াত ছায়েদ আলীর ছেলে এবং একই এলাকার আব্দুল্লাহ আল মামুন(২৪) প্রয়াত হাসমত আলীর ছেলে।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আক্তার হোসেন জানান, গত মে মাসের ১৬ তারিখে গাজীপুর সদর উপজেলার রহমত আলী মার্কেট এর বিভিন্ন দোকান হতে ১০/১২ জনের একটি ডাকাত দল নৈশ প্রহরী এবং-
ঝোটন নামের এক পথচারীকে হাত-পা বেঁধে, শারীরিক আঘাত করে মার্কেটের দোকান হতে ৪ লাখ ৯৪ হাজার নগদ টাকা, ৫ ভরি স্বর্ণ, ২৯০ ভরি রুপা এবং ৩৩ টি মোবাইল সেট লুটপাট করে নিয়ে যায়।
পরে জেলা গোয়েন্দা পুলিশ উক্ত মামলার তদন্ত করে ৮ আসামিকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এসময় ডাকাতদের নিকট হতে স্বর্ণ-১ আনা-
৫ রতি, রূপা-৫৫ ভরি ৯ আনা,ইমিটেশন জুয়েলারি ০৬টি রুলি ও ০১টি হাড়ছড়া, রবি সীম-০৯টি, ২৩টি বিভিন্ন মডেল এর মোবাইল ফোন, ০১টি মোবাইল ঘড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি টাটা এক্স-২ পিকআপ গাড়ী উদ্ধার করা হয়।