ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধিঃ   টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর বাড়ির পাশের জঙ্গলের ডোবার কাছ থেকে তৃষা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তৃষা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়ী গ্রামের জনৈক এনামুল হকের মেয়ে।

গার্মেন্ট কর্মী বাবা এনামুল ও মা খাদিজা ঢাকায় থাকেন। সে কারণে জন্মের পর থেকে তৃষা ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দ্রবাড়ী নানা আব্দুল আজিজের বাড়িতে থাকত।

নানা বাড়ির লোকজন জানান, সোমবার দুপুর থেকে তৃষা নিখোঁজ হয়। মাইকিংসহ নানাভাবে খোঁজ করে তাকে পাওয়া যাচ্ছিল না।

অবশেষে দিনগত রাত ৩টার দিকে বাড়ির উত্তর পাশে জঙ্গলবেষ্টিত ডোবার পাড়ে তার মরদেহ পাওয়া যায়। তৃষার শরীরে কোমর থেকে নিম্নাংশ ক্ষত বিক্ষত।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,-

শিয়াল জাতীয় কোনো প্রাণী তার দেহ কামড়িয়ে এমন ক্ষত-বিক্ষত করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

টাঙ্গাইল প্রতিনিধিঃ   টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর বাড়ির পাশের জঙ্গলের ডোবার কাছ থেকে তৃষা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তৃষা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়ী গ্রামের জনৈক এনামুল হকের মেয়ে।

গার্মেন্ট কর্মী বাবা এনামুল ও মা খাদিজা ঢাকায় থাকেন। সে কারণে জন্মের পর থেকে তৃষা ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দ্রবাড়ী নানা আব্দুল আজিজের বাড়িতে থাকত।

নানা বাড়ির লোকজন জানান, সোমবার দুপুর থেকে তৃষা নিখোঁজ হয়। মাইকিংসহ নানাভাবে খোঁজ করে তাকে পাওয়া যাচ্ছিল না।

অবশেষে দিনগত রাত ৩টার দিকে বাড়ির উত্তর পাশে জঙ্গলবেষ্টিত ডোবার পাড়ে তার মরদেহ পাওয়া যায়। তৃষার শরীরে কোমর থেকে নিম্নাংশ ক্ষত বিক্ষত।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,-

শিয়াল জাতীয় কোনো প্রাণী তার দেহ কামড়িয়ে এমন ক্ষত-বিক্ষত করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।